মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও মশারী বিতরণ


admin প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৩, ৭:২৮ অপরাহ্ন /
মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও মশারী বিতরণ

 

মো: আরিফুল ইসলাম : দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে। এরি ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায়ও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগী। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও মশারী বিতরণ করা হয়েছে।
২৮ আগস্ট সোমবার সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী ।
মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো: আজগর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মিল্টন ত্রিপুরা।
এসময় মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো.শরীফ, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো.মঞ্জুর মোর্শেদ, বড়নাল ইউপি চেয়ারম্যান মো: ইলিয়াস, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মো: আল আমিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রহমত উল্লাহ, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমন্দ্র ত্রিপুরা, আমতলী ইউপি চেয়ারম্যান আব্দুল গনি, তাইন্দং ইউপি চেয়ারম্যান মো: পেয়ার আহমেদ মজুমদার, মাটিরাঙ্গা মডেল মসজিদের পেশ ইমাম মো: মামুনুর রশীদ, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. হাফেজ মো. হারুনুর রশীদ, উপজেলা কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার মো: ইউনুস আলীসহ জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা ।
এসময় বক্তারা বলেন, শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি হওয়ার পাশাপাশি কিছু লক্ষণ দেখা দিলে ডেঙ্গু সন্দেহে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঘরের বা অফিসের বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে; মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে, এমন পোশাক পরিধান করতে হবে। পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে; পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে সরাসরি যুক্ত হওয়ার জন্য সচেষ্ট হতে হবে। ঘরে ও আশেপাশের যেকোনো পাত্রে বা জায়গায় মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না; ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে; ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে বিধায় এগুলো পরিষ্কার রাখতে হবে; পানি যাতে না জমে সেজন্য অব্যবহৃত পানির পাত্র ধ্বংস করতে হবে অথবা উল্টে রাখতে হবে, দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে, ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে দ্রুত যোগাযোগ করতে হবে। মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে এ রোগের প্রাদুর্ভাব বেড়েছে। সকলকে অবশ্যই মশারি ব্যাবহার করার পরামর্শও দেন বক্তারা ।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে ৫০টি করে মশারী তুলে দেন অতিথিবৃন্দ।