দীঘিনালায় গাঁজাসহ আটক-১


admin প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৩, ৭:০৩ অপরাহ্ন /
দীঘিনালায় গাঁজাসহ আটক-১

দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় গাঁজাসহ আব্দুল মান্নান (৬২) নামে এক ব্যক্তিকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।
২৭ আগস্ট রবিবার সন্ধ্যা ৬টার সময় উপজেলার মধ্য বোয়ালখালী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) রাশেদ পারভেজ ও এএসআই মাসুম বিল্লাহ অভিযান চালিয়ে গাঁজাসহ আব্দুল মান্নানকে আটক করে। গ্রেফতারকৃত আসামী বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকার মৃত আঃ মজিদ এর ছেলে।
এসময় আসামীকে জিজ্ঞাসাবাদের সময় পাঞ্জাবির ডান পকেটে থাকা ১টি নীল রংয়ের পলিথিনের ভিতর কাগজে মোড়ানো ৯০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো: আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীঘিনালা থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে আব্দুল মান্নান নামে একজনকে গাঁজাসহ আটক করে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।