বঙ্গবন্ধুর শাতাদাত বার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংক মানিকছড়ি শাখার উদ্যোগে গাছের চারা বিতরন


admin প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ন /
বঙ্গবন্ধুর শাতাদাত বার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংক মানিকছড়ি শাখার উদ্যোগে গাছের চারা বিতরন

মানিকছড়ি প্রতিনিধি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীণ গ্রামীণ ব্যাংক মানিকছড়ি শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট মঙ্গলবার  দুপুরে মানিকছড়ি উপজেলা সদরের মুসলিমপাড়া কেন্দ্রের সদস্যদের সাথে মতবিনিময় শেষে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং পাড়া কেন্দ্র সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন করা হয়। পরে ব্যাংকের মানিকছড়ি শাখায় শোকাবহ ১৫ আগস্ট ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মানিকছড়ি শাখা ব্যবস্থাপক স্বপন কুমার নাথ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জোনের জোনাল ম্যানেজার আ.ক.ম সামসুদ্ধোহা। বিশেষ অতিথি ছিলেন, জোনের অডিট অফিসার মুমিনুল হক, মাটিরাঙ্গা এরিয়া ম্যানেজার অখিল চন্দ্র দাশ প্রমূখ। এছাড়া শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।