শাহজাহান কবির সাজু : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পালিত হয়েছে বিশ্ব প্রকৃতি সংরক্ষন দিবস। এর আয়োজক ছিল পরিবেশ রক্ষার্থে সচেতন এলাকাবাসী। এই উপলক্ষে “পরিস্কার অভিযান” লিখা ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর প্রতিপাদ্য বিষয় ছিল “ যত্রতত্র প্লাষ্টিক-পলিথিন ফেলে বিপর্যয় ডেকে আনবেন না” “নির্মল সবুজ পৃথিবী গড়ার লক্ষে এগিয়ে আসুন”। ২৮’জুলাই শুক্রবার সকাল দশটা থেকে র্যালীটি পানছড়ি জিরো মাইলস্থ বঙ্গবন্ধু স্কয়ার থেকে শুরু হয়। র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয় ত্রিমুখী সড়ক মুক্তিযোদ্ধা স্কয়ারে। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ২নং চেংগী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা। এ সময় বক্তব্য প্রদান করেন ১নং লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা ও ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান ভুমিধর রোয়াজা প্রমুখ। যত্রতত্র পলিথিন না ফেলা, অবাধে বন উজাড় না করা, ইট ভাটায় গাছ পোড়ানো বন্ধের কথা বক্তারা তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :