খাগড়াছড়ি পুনাকের উদ্যোগে মনোপজ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৩, ৭:০৯ অপরাহ্ন /
খাগড়াছড়ি পুনাকের উদ্যোগে মনোপজ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)’র উদ্যোগে “মেনোপজ পরবর্তী শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করনীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭জুলাই বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা সদরস্থ পুলিশ লাইন্সে অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক’র সভানেত্রী রেহানা ফেরদৌসী।
এ কর্মশালায় মেনোপজ পরবর্তী নারীদের শরীরের প্রভাব, শারীরিক,মানসিক  লক্ষণ ও চিকিৎসা,স্বাস্থ্য সুরক্ষায় করনীয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র কনসাল্টেন্ট ডা. জয়া চাকমা,ডা. দীপ্ত বিশ্বাস, নতুন কুড়ি ক্যান্টনমেন্ট স্কুলের প্রধান শিক্ষিকা রুশদীনা আখতার জাহান প্রমূখ।
এছাড়া খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী,সদর থানার অফিসার্স ইনচার্জ মো: আরিফুর রহমান, পুলিশ সদস্য এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন