শাহজাহান কবির সাজু : বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহের। এর আয়োজক ছিল পানছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ছিল “ নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”। এ উপলক্ষে ২৫’জুলাই মঙ্গলবার সকাল দশ’টা থেকে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে। সকাল ১১’টায় উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
বেলা সাড়ে ১১’টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে শুভ উদ্বোধনী, আলোচনা সভা ও আদর্শ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: ইব্রাহিম খলিল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা প্রমুখ। এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গত ২৪ জুলাই স্থানীয় সংবাদকর্মীদের সাথে মত বিনিময়, মাইকিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে উপজেলাব্যাপী ব্যাপক প্রচারণা করা হয়।
আপনার মতামত লিখুন :