জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মৎস কর্মকর্তার মতবিনিময় সভা


admin প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ন /
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মৎস কর্মকর্তার মতবিনিময় সভা
মো: আরিফুল ইসলাম :
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদে, এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে মাটিরাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ( অ.দা) সুদৃষ্টি চাকমা। ২৪ জুলাই
সোমবার  দুপুর পৌনে ১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মত বিনিময় সভায় ২৪-৩০ জুলাই উপজেলা পর্যায়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) সুদৃষ্টি চাকমা।
 ২৫ জুলাই মঙ্গলবার উদ্বোধনী দিনে  র‌্যালী, আলোচনা সভা ও স্থানীয় পর্যায়ে তিনজন সফল মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হবে জানিয়ে তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, প্রামান্যচিত্র প্রদর্শনী এবং উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হবে।