রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সরঞ্জাম বিতরণ


admin প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ন /
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সরঞ্জাম বিতরণ


রামগড়  প্রতিনিধি : সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩ জুলাই জোন সদর দপ্তরে বিভিন্ন ক্রীড়া সামগ্রী (ক্রিকেট, ফুটবল এবং ভলিবল) শিক্ষার্থীদের মাঝে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জোন কমান্ডার লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম।
তিনি বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্কুলসমূহের সার্বিক মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে । এসময় সহকারী পরিচালক রাজু আহমেদ সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।