শাহজাহান কবির সাজু : পানছড়ি উপজেলায় এই প্রথম সম্পুর্ন শীততাপ নিয়ন্ত্রিত একটি অত্যাধুনিক মানের রোগ নিরুপনী কেন্দ্র চালু হয়েছে। পানছড়ির হাসপাতাল গেইট (জিরো মাইল) এলাকায় অবস্থিত নিরুপনী কেন্দ্রের নাম প্র্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনষ্টিক ও কনসালটেশন সেন্টার। শনিবার সকাল দশটায় এক বণ্যার্ঢ্য আয়োজনে এর শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বাহারী বেলুনে দৃষ্টিনন্দন সাজে সাজানো হয়েছিল প্র্রেসক্রিপশন পয়েন্টকে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন। ফিতা কাটা পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদ্দ্যেক্তা প্র্রেসক্রিপশন পয়েন্টের পরিচালক সাগর ত্রিপুরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করা হয়।
পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহামুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, খাগড়াছড়ি জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি মো: আকবর হোসেন ও ৫নং উল্টাছড়ি ইউপির চেয়ারম্যান মো: আহির উদ্দিন। মানসম্পন্ন মেশিন ও অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে জনগণের দ্বার প্রান্তে সেবা পৌঁছে দিতে প্র্রেসক্রিপশন পয়েন্ট নিরলস কাজ করে যাবে বলে জানান কর্মকর্তারা। পানছড়িবাসীকে সঠিক সেবার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর প্রদত্ত কাগজপত্রাদির সব সময় আপডেট রাখার কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ।
আপনার মতামত লিখুন :