মানিকছড়ি প্রতিনিধি:- ২০২২-২৩ অর্থবছরের আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মানিকছড়ি উপজেলার ২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়েছে।
১২ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি অফিস প্রাঙ্গণে চারা বিতরনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম.এ জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহিউদ্দিন আহম্মদ, ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিম, মো. আবুল কালাম আজাদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নুরসহ উপ-সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ। এসময় জন প্রতি ২৫টি করে উপজেলার ২শ প্রান্তিক কৃষকদের মাঝে উক্ত ফলজ চারা বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :