প্রতিনিধি : খাগড়াছড়িতে পরিবেশ ভারসাম্য রক্ষায় ইউসিবি ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় । সোমবার সকাল দশটায় খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন , কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার। এ সময় আরো উপস্থিত ছিলেন ,খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজবা উদ্দিন , সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা, ব্যাংকের ব্যবস্থাপক সরোয়ার আলী খান ও শিক্ষার্থীরা। খাগড়াছড়ি জেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত থেকে পরিত্রাণের জন্য ইউসিবি ব্যাংক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার তাল গাছ রোপনের কর্মসূচি হাতে নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় ইউসিবি ব্যাংক খাগড়াছড়ি সহ সারা দেশে তাল গাছ রোপনের উদ্যোগ গ্রহণ করে।
আপনার মতামত লিখুন :