মোঃ আরিফুল ইসলাম ঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ ও সকল সহযোগী সংগঠন, মাটিরাঙ্গা উপজেলা পৌর ও সকল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত শহীদ ইব্রাহীম চত্বর স্থাপন, শহীদ ইয়াছিন মেম্বার, শহীদ মোহাম্মদ আলী ও শহীদ ইব্রাহীম স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর বুধবার সকালে মাটিরাঙ্গা পৌরসভা সংলগ্ন মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি রকিবুল হাসান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার এর সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য রণ বিক্রম ত্রিপুরা।
মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক জেলার নেতৃবৃন্দদের সাথে নিয়ে মাটিরাঙ্গা পুরাতন হাসপাতালের মোড়ে শহীদ ইব্রাহীম চত্বর এর উদ্বোধন করেন। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে শোক সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখা ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক।
শহীদ ইব্রাহীম চত্বর স্থাপন, শহীদ ইয়াছিন মেম্বার, শহীদ মোহাম্মদ আলী ও শহীদ ইব্রাহীম স্মরণে শোক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এসময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান,বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা পৌর শাখার সভাপতি হারুনুর রশিদ ফরাজি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক কে. এম ইসমাইল হোসেন প্রমূখ।
আপনার মতামত লিখুন :