মো.গোলামুর রহমান,লংগদু : রাঙ্গামাটির লংগদু উপজেলায় মহালছড়ির মাইস ছড়ি থেকে লংগদুর পথে আসার সময় লংগদু থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক হয় দুই যুবক। সোমবার বিকাল ৪টার দিকে করল্যাছড়ি চাকমা বড়তলা এলাকা থেকে মোঃ রেজাউল করিম, পিতাঃ মোঃ নুরুল ইসলাম গ্রাম গুলাসাখালি ও মোঃ সামসুল পিতাঃ আলী হোসেন গ্রামঃ মাইসছড়ি উপজেলা মহালছড়িকে ৪ কেজি ১০০গ্রাম গাঁজা সহ আটক করে লংগদু থানা পুলিশ। লংগদু থানা পুলিশ সুত্রে জানা যায়,এস আই মিলন, এস আই শফিক, এস আই আরকানুল ইসলাম ও এস আই আরিফ এর সঙ্গীয় ফোর্স গোপন অভিযান চালিয়ে তাদের আটক করে।
লংগদু থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, আমাদের লংগদু থানা হবে মাদক মুক্ত। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে, সামনেও থাকবে।যে কোন ধরনের অপরাধ দমনে লংগদু থানা সর্বদা প্রস্তুত আছে। উল্লেখ্য লংগদু ইউনিয়ন ও মাইনী ইউনিয়ন পাশাপাশি একইস্থানে বিএনপি-আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচীর ঘোষনাকে কেন্দ্র করে সোমবার সকাল ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি ছিলো। ১৪৪ধারার মধ্যে লংগদু থানা পুলিশ মাদক কারবারিদের আটক করে প্রশংসায় ভাসছেন।
আপনার মতামত লিখুন :