রামগড় স্থলবন্দর নির্মাণকাজ পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব


admin প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২২, ৮:২৪ অপরাহ্ন /
রামগড় স্থলবন্দর নির্মাণকাজ পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব

 

প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার, রামগড়ে স্থলবন্দর মৈত্রী সেতু ১ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোস্তফা কামাল। ২৯ আগস্ট সোমবার সকাল ১১টায় রামগড় স্থলবন্দর মৈত্রী সেতু ১,পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী,উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত, রামগড় থানার ওসি মো.মিজানুর রহমান,রামগড় পৌরসভার প্যানেল মেয়র-২ কাজি আবুল বশর, ঠিকাদার প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ স্থলবন্দর নির্মাণ কাজের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।
পরিদর্শন শেষে সচিব জানান, রামগড় স্থলবন্দর নির্মাণকাজ শেষ পর্যায় রয়েছে। খুব শিগ্রই প্রাথমিক ভাবে ইমিগ্রেশন চালু করা হবে এবং স্থলবন্দরটি চালু হলে ভারত -বাংলাদেশের মানুষের মাঝে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে এবং দুইদেশেই অর্থনৈতিকভাবে লাভবান হবে।