সিলেটে বন্যায় আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি সেনাবাহিনীর মাধ্যমে জেলায় ত্রাণ কার্যক্রম বাস্তবায়নের দাবি জানিয়েছে বিএনপি। আজ শুক্রবার দুপুরে এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির পক্ষ হতে এ দাবি জানানো হয়
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বিবৃতিতে বলেন, অতীতের সব রেকর্ড ভেঙে সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অথচ সরকার কিংবা স্থানীয় প্রশাসন অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিক উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। বিষযটির গুরুত্ব অনুধাবন করা উচিত। বন্যাদুর্গত অঞ্চল ঘোষণার পাশাপাশি জানমাল রক্ষা ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের দাবি জানিয়েছে দলটি।
এদিকে সিলেটকে বন্যাদুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা ও প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র করার দাবি জানিয়েছে বাসদ সিলেট জেলা শাখা। আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নেতারা এ দাবি জানিয়েছেন। বাসদ জেলা শাখার সমন্বয়ক আবু জাফর বিবৃতিতে বলেন, বন্যাকবলিত এলাকার মানুষদের দ্রুততার সঙ্গে উদ্ধার করে দ্বিতলবিশিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আশ্রয়কেন্দ্র চালু করা উচিত।
আবু জাফর বিবৃতিতে বলেন, রাষ্ট্রীয়ভাবে বন্যাকবলিতদের উদ্ধার, আশ্রয়দান ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে হবে। এই প্রাকৃতিক দুর্যোগকে সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। বন্যাকবলিত মানুষের পাশে সবাইকে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়াতে হবে।
আপনার মতামত লিখুন :