প্রতিনিধি :খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম সিরাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী, রিসোর্স ইনস্ট্রাক্টর আসগর হোসেন, সহকারী শিক্ষা অফিসার অনুপম শীল, অংহ্লা মারমা, মো. সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার এবং পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন। এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
বালিকা বিভাগের ফাইনাল:
বালিকা বিভাগে ভবানীচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় দ্বিতীয়ার্ধে ১-০ গোলে জয় লাভ করে ভবানীচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বালক বিভাগের ফাইনাল:
বালক বিভাগে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রেংখুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়ী হয়।
পুরস্কার বিতরণ ও সমাপনী:
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, “ছোট ছোট পায়ে ফুটবল খেলা একদিন দেশব্যাপী বিস্ময় সৃষ্টি করবে। এই ক্ষুদে প্রতিভাগুলোর যথাযথ পরিচর্যা করতে হবে। লেখাপড়ার পাশাপাশি তাদের খেলাধুলার দিকেও সমান গুরুত্ব দিতে হবে।”
শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন।
এই টুর্নামেন্ট মাটিরাঙ্গার ক্ষুদে ফুটবলারদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।
আপনার মতামত লিখুন :