মো: সোহেল রানা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। ৭জুলাই (রবিবার) দুপুরে উপজেলার পুরাতন হাইস্কুল মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান।
উদ্বোধনী খেলায় মায়াফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেংকার্য্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :