কেংড়াছড়ি ইউনিয়নে বয়স্ক ও অন্যান্য ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন


admin প্রকাশের সময় : আগস্ট ২, ২০২৩, ৫:৫৮ অপরাহ্ন /
কেংড়াছড়ি ইউনিয়নে বয়স্ক ও অন্যান্য ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা :- “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়-দেশ গাড়বো সমাজ সেবায়” “মুজিব বর্ষের সফলতা- ঘরে বসে পাবেন বৃদ্ধ ভাতা “এই কথাটি সামনে রেখে বিলাইছড়ি উপজেলায় ২ নং কেংড়াছড়ি ইউনিয়নে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বয়স্ক, অনগ্রসর, বিধবা,প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীর লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট বুধবার উপজেলা সমাজ সেবা অফিস -এর বাস্তবায়নে, উপজেলা পরিষদ হলরুমে, সমাজকল্যাণ মন্ত্রণালেয় অধীনে সমাজ সেবা অধিদফতর পরিচালিত,সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র উপকার ভোগীদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল), উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অঃদাঃ) প্রদীপ কুমার বড়ুয়া সহ কার্যালয়ের কর্মচারীবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব শান্তি বরণ তালুকদার, মহিলা মেম্বার নূর নাহার, কবিতা চাকমা, রত্না চাকমা ও ওয়ার্ড মেম্বার মোঃ রবিউল, মহর আলী, মো.নজরুল, জ্ঞান রঞ্জন তালুকদার,ভাগ্য লাল চাকমা, ক্যহ্লাপ্রু মার্মা,দয়ারঞ্জন চাকমা, ভূবনজয় চাকমা এবং রিপন চাকমা(স্বধন) প্রমূখ।
ভেরিফিকেশনে মধ্যে বয়স্ক -২৭৬ জন, বিধবা ২৭৩ জন, প্রতিবন্ধী ১৭৫, প্রতিবন্ধী শিক্ষার্থী ২ জন,অনগ্রসর ৫ জন রয়েছেন বলে জানা যায়।