খাগড়াছড়ির দীঘিনালায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


admin প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৩, ৮:৩৫ অপরাহ্ন /
খাগড়াছড়ির দীঘিনালায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খাগড়াছড়ির দীঘিনালায় নানা কর্মসূচির ম্যধদিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ২৭ জুলাই বৃহস্পতিবার  বিকালে উপজেলা অওয়ামী লীগের কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম। সেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির সভাপতি সুমন জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, সহ- সভাপতি মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু সহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পরে কেক কেটে ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।