১৪ ও ১৫ নভেম্বর সারনাথ বন বিহারে কঠিন চীবর দান


admin প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৪, ২:৪৫ অপরাহ্ন /
১৪ ও ১৫ নভেম্বর সারনাথ বন বিহারে কঠিন চীবর দান
সবুজ পাতার ডেস্ক : খাগড়াছড়ির মহালছড়ি কেয়াংঘাট সারনাথ বন বিহারে ১২তম শুভ দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠান ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিহার কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক-কবিরাজ অংচিংনু মারমা ও তার সহধর্মিনী মিসেস সুজিতা চাকমা। উক্ত মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাঙ্গামাটি রাজবন বিহারের সংঘ প্রধান শ্রদ্ধেয় শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ বিভিন্ন বন বিহারের বহু জ্ঞানী গুণী প্রাজ্ঞ ভিক্ষু সংঘ।
২দিন ব্যাপী কঠিন চীবর দানানুষ্ঠান ৩ টি পর্বে অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার  ১ম পর্বে :- বিকাল সাড়ে ৩টায় বেইন ঘরে সার্বজনীনভাবে ভিক্ষু সংঘ কর্তৃক পঞ্চশীল গ্রহণ করা। অষ্টপরিষ্কার দান ও উৎসর্গ সমাপ্ত করার পর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের মাধ্যমে বেইন বুনন কার্যক্রম শুভ উদ্বোধন করা।
৩টা ৪০মি: চরকায় সুতা হাদা শুরু, বিকাল ৩টা ৪৫মি:  সুতা লাঙান, বিকাল ৫টায় সুতা সিদ্ধ ও রং করা , সদ্ধ্যা ৬টায় সুতা শুকানো, সন্ধ্যা সাড়ে ৭ টায় বেইন টানা দেওয়া, রাত সাড়ে ৯টায় বেইন বাজানো, রাত সাড়ে ১০ টায় বেইন ফু করা, রাত ১১টায় বেইন বুনা শুরু।
১৫ নভেম্বর শুক্রবার ২য় পর্বে : সকাল ৬টায় চীবর সেলাই আরম্ভ, সকাল সাড়ে ৬ টায় পূজনীয় ভিক্ষু সংঘের পিন্ড ভোজন, সকাল ৮টায় বুদ্ধ পতাকা উত্তোলন ও বুদ্ধপূজা উৎসর্গ, সকাল ৯টা ১৫মি. পূজনীয় ভিক্ষু সংঘের পুণ্যানুষ্টানে আসন গ্রহণ, সকাল ৯টা ২০মি: পঞ্চশীল গ্রহণ ও ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নানাবিধ দানাদি উৎস্বর্গ করা, সকাল ৯টা ৪৫ মি: ভিক্ষুসংঘ পক্ষ থেকে স্বধর্ম দেশনা শ্রবণ করা এবং সকাল ১১টায় শ্রদ্ধেয় ভিক্ষুসংঘকে সিয়ং দান ।
৩য় পর্বে : দুপুর সাড়ে ১২টায় বেইন ঘর হতে শোভাযাত্রা সহকারে পবিত্র কঠিন চীবর ও কল্পতরু মঞ্চে আন্যান, দুপুর ১ টায় পূজনীয় ভিক্ষু সংঘের মঞ্চে আসন গ্রহণ , দুপুর ১টা ১০মি: পূজনীয় ভিক্ষু সংঘকে ফুলের তোড়া দিয়ে বরণ করা,  দুপুর ১টা ২০মি: উদ্বোধনী সংগীত পরিবেশন করা, দুপুর ১টা ২৫মি: পঞ্চশীল গ্রহণ ও ভিক্ষুসংঘের উদ্দেশ্যে কঠিন চীবর দান উৎসর্গ , দুপুর দেড়টায় শ্রদ্ধাজ্ঞলি ও বরমাগনি পাঠ করা, দুপুর ২টায় সভাপতি/সাধারণ সম্পাদক কর্তৃক স্বাগত বক্তব্য, দুপুর ২টা ১০মি: সম্মনিত অতিথিবৃন্দের বক্তব্য, দুপুর ২টা ২০মি: পূজনীয় ভিক্ষুসংঘ হতে বুদ্ধের প্রশংসিত নির্বাণ প্রদায়ী স্বধর্ম দেশনা শ্রবণ, ৫টায় দায়ক/দায়িকাগণের নিজ নিজ চীবর পূজনীয় ভিক্ষুসংঘের নিকটদান হস্তান্তর, এবং সন্ধ্যা ৬ টায় ফানুস বাতি উত্তোলন করা হবে। বিশে^র সকল প্রাণীর শান্তি কামনায় এ মহতি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।