১০ম অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ


admin প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ন /
১০ম অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ

চাইথোয়াই মারমা : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১০ম অন্তর্বর্তীকালীন পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে। ১০ই নভেম্বর রোববার সকাল ১১টায় ১০ম অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক। (৪)উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে সরকার ৭ নভেম্বর ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১০ম অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে।
নব গঠিত পরিষদে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা. সদস্য বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, কংজপ্রুু মারমা, কুমার সুইচিংপ্রুু সাইন, সাথোইয়াইপ্রুু চৌধুরী, ধনেশ্বর ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, প্রফেসর প্রশান্ত কুমার ত্রিপুরা, মো: শহিদুল ইসলাম(সুমন), প্রফেসর আবদুল লতিফ, মো: মাহবুবুল আলম, জয়া ত্রিপুরা, এ্যাডভোকেট মনজিলা সুলতানা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন সম্প্রীতির কোন বিকল্প নাই। সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির জেলা হউক আমাদের খাগড়াছড়ি। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমরা বৈষম্যহীন ও সম্প্রীতির খাগড়াছড়ি বির্নিমানে কাজ করব। জেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অত্র পরিষদ। পরিষদের প্রতি সকলের আস্থা সৃষ্টিতে কাজ করবে আমাদের এই ১০তম অন্তর্বর্তীকালীন পরিষদ। আমাদের কাক্ষিত লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা কামনা করছি। খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়নে আপনাদের সুপরামর্শ সাদরে গ্রহণ করা হবে।’
এসময় পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী প্রতিপদ চাকমা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১০ম অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করায় জেলার সাধারন জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। খাগড়াছড়ি জেলার সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে এ পরিষদ গঠন করা হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছে সচেতন মহল। এ পরিষদে স্বনামধন্য দুইজন সাবেক কলেজ অধ্যক্ষ :- প্রফেসর আবদুল লতিফ ও প্রফেসর প্রশান্ত কুমার ত্রিপুরা, অর্থনীতিবিদ মো: শহিদুল ইসলাম(সুমন), সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট মনজিলা সুলতানা এবং মং সার্কেলের বংশধর কুমার সুইচিংপ্রুু সাইনসহ যোগ্য ব্যক্তিরাই আছেন।