হতদরিদ্র ৩টি পরিবারকে হাঁসের খামার করে দিলো বিজিবি


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন /
হতদরিদ্র ৩টি পরিবারকে হাঁসের খামার করে দিলো বিজিবি

মো.গোলামুর রহমান।।

 

রাঙ্গামাটির লংগদু উপজেলায় হতদরিদ্র ০৩টি পরিবারকে হাঁসের খামার প্রদানের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বি করেছে বিজিবি, রাজনগর জোন।

 

রাজনগর জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় (১) জোসনা বেগম (৬০), স্বামী-আব্দুল জলিল মিয়া, গ্রাম-আহসানপুর, (২) তানজীনা বেগম (৩৮), স্বামী-সিদ্দিক,গ্রাম-মোহাম্মদপুর, (৩) মঙ্গল কারবারী, পিতা-জের্ব মনি, গ্রাম-ভূঁইয়াপাড়াকে আর্থিকভাবে স্বাবলম্বি করার লক্ষ্যে রাঙ্গামাটি সেনা রিজিয়নের দিকনির্দেশনায় রাজনগর জোন কর্তৃক প্রত্যেক পরিবারকে ৫০টি করে হাঁস এবং হাঁসের জন্য ঘর হস্তান্তর করা হয়েছে।

 

রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি এর পক্ষে সহকারী পরিচালক নাজমুল হোসেন উপস্থিত থেকে উল্লেখিত হাঁস এবং হাঁসের ঘর সংশ্লিষ্টদের নিকট হস্তান্তর করেন। এ সময় স্থানীয় মেম্বার, হেডম্যান, কারবারী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ ব্যাপারে রাজনগর জোন কমান্ডার জানান, পার্তব্য অঞ্চলে বসবাসরত পিছিয়ে পরা হত-দরিদ্র জনসাধারনকে সামলম্বি করে গড়ে তোলার জন্যই এধরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে। বিজিবি রাজনগর জোন কর্তৃক এ ধরণের জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা ভবিষ্যতেও চলমান থাকবে।