সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র কারখানা ধ্বংস-চারজন আটক


admin প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৫, ৯:০৭ অপরাহ্ন /
সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র কারখানা ধ্বংস-চারজন আটক

প্রতিনিধি :খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী একটি বিশেষ অভিযানে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানা উন্মোচন করেছে। এ সময় অস্ত্র ও বিপুল সরঞ্জাম জব্দ করা হয় এবং চারজনকে আটক করা হয়। ৩০ আগস্ট শনিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল সামস আজিজীর নেতৃত্বে তিনটি টহল দল এ অভিযানে অংশ নেয়।
অভিযানে স্থানীয়ভাবে তৈরি ৬টি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্টুজ, ৫ রাউন্ড ভরা কার্টুজ, একটি চায়নিজ কুড়াল, ২০টি দা, ২টি ওয়াকি-টকি ও চার্জার, একটি মাইক (মেগাফোন), ৪টি প্যারাশুট ফ্লেয়ারসহ অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো—চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কামরুল হাসান রেদওয়ান (৫০), সীতাকুণ্ডের মো. আশিক (২৫), কক্সবাজারের মহেশখালীর রুমন (৪৫), নোয়াখালির হাতিয়ার আমির ইসলাম (৪০)। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসহ আটক চারজনকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
অভিযান সম্পর্কে সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল সামস আজিজী বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র তৈরি ও সরবরাহকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”