সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা প্রদান


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন /
সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা প্রদান

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার ১৯২জন অসহায়, মেধাবী শিক্ষার্থী, খেলোয়াড় ও কৃষিজীবি পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে সোলার প্যানেল, সেলাই মেশিন, ঢেউটিন, স্প্রে মেশিন, পানির ফিল্টার, স্কুল ব্যাগ, ফুটবল, ব্যাট, ছাতা খেলার জার্সিসহ দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে সিন্দুছড়ি জোন সদরে উক্ত মানবিক সহায়তা বিতরণ করেন, জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি। এসময় জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদসহ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।