খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্রজনতা।
১৭ ফেব্রুয়ারী রবিবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি শহরের চেঙ্গিস্কয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলাচত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিমসহ আরও অনেকে বক্তব্য দেন।
বক্তারা দাবি করেন, পাহাড়ের কিছু সন্ত্রাসী গোষ্ঠী ও বামপন্থী সংগঠনের ষড়যন্ত্রের ফলে সাহাদাত ফরাজি সাকিবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তারা উল্লেখ করেন, ১৫ জানুয়ারি স্টুডেন্টস ফর সার্বভৌমত্বের সাংবাদিক সম্মেলনে যোগদান এবং পাঠ্যপুস্তক থেকে “আদিবাসী” শব্দটি বাদ দেওয়ার দাবি জানানোর কারণে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
বক্তারা অবিলম্বে সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবি জানিয়ে বলেন, মুক্তি দিতে বিলম্ব হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি রাতে মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় সাহাদাত ফরাজি সাকিবকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের অন্যতম সক্রিয় মুখপাত্র ছিলেন।
আপনার মতামত লিখুন :