সবুজ পাতার দেশ পত্রিকা পরিবারের কম্বল-নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৪, ৫:০২ অপরাহ্ন /
সবুজ পাতার দেশ পত্রিকা পরিবারের কম্বল-নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ

 

মো: শরীফুল ইসলাম ভূঁইয়া আসাদ : খাগড়াছড়িতে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদান, শিক্ষা সামগ্রী (খাতা, কলম, পেন্সিল, স্কেল, রাবার ও কাটার) এবং জেলায় কর্মরত পত্রিকা হকারদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার জেলা শহরের কোর্ট মসজিদ মার্কেটস্থ পত্রিকার অফিস কক্ষে এসব বিতরণ অনুষ্ঠানে সম্পাদক ও প্রকাশক মো: জুলহাস উদ্দিন বলেন, খাগড়াছড়ি থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা পরিবার বস্তুনিষ্ঠ খবর প্রকাশের পাশাপাশি সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণ কাজ করে চলছে।’’
অস্বচ্ছল শিক্ষার্থীরা আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ পেয়ে উল্লসিত। শিক্ষার্থী ঞাজেরী মারমা, চিংসামং মারমা, মাহিমা হোসেন পাপড়ি ও সুমাইয়া আক্তার বলেন, নগদ টাকা আমাদের ভর্তি ও পোষাক তৈরিতে সহায়ক হবে এবং খাতা, কলম, পেন্সিল, স্কেল, রাবার ও কাটার এই শিক্ষা সামগ্রী গুলোও আমাদের উপকারে আসবে। আমাদের শিক্ষা জীবনে কোনদিন কাহারো নিকট থেকে এমন কোন সহায়তা পাইনি। আমাদের অনেকেরেই বাবা নেই। অভাব অনটনে আমাদের সংসার চলে। সৃষ্টি কর্তার প্রতি শুকরিয়া এবং সবুজ পাতার দেশ পত্রিকা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কম্বল পেয়ে উল্লসিত তুষার, মহারাজ বলেন, কয়েকদিন যাবৎ শীতের প্রকোপ বাড়ছে। এমন সময়ে সবুজ পাতার পত্রিকার কর্তৃপক্ষ আমাদের ভাল মানের কম্বল দিয়ে শীত নিবারণে সহযোগীতা করেছে। এ জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। সাংবাদিক দেব প্রসাদ ত্রিপুরা বলেন, সবুজ পাতা কর্তৃপক্ষ বরাবরের মতো এই ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে। তাদের এই কর্মকান্ডে অন্যান্য প্রতিষ্ঠান ও বিত্তশালী ব্যক্তিদের অনুপ্রাণিত করবে। সাংবাদিক মো: শরীফুল ইসলাম ভূঁইয়া আসাদ তার বক্তব্যে বলেন, সবুজ পাতার মতো অন্যান্য সংগঠন এগিয়ে আসলে খাগড়াছড়ির আরো অনেক মানুষ উপকৃত হতো। সকলের উচিৎ এই মহৎ কর্মকান্ডগুলো দেখে সামর্থানুযায়ী সহযোগীতার হাত বাড়ানো। বকুল বিকাশ চাকমা বলেন, এলাকার বিত্তবানরা সবুজ পাতার এহেন কর্মকান্ডে লজ্জিত হওয়া উচিৎ। এ লজ্জা নিবারনের জন্য হলেও গরীব অসহায়দের সাহায্যার্থে এগিয়ে আসবে বলে আমি মনে করি’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তি মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলামসহ শিক্ষার্থীদের অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।