সবার প্রিয় যুবদল নেতা মো: সোরাব হোসেন‘র জানাজায় হাজার হাজার মানুষের ঢল


admin প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন /
সবার প্রিয় যুবদল নেতা মো: সোরাব হোসেন‘র জানাজায় হাজার হাজার মানুষের ঢল

মো: সোহেল রানা:
খাগড়াছড়ি দীঘিনালায় খাগড়াছড়ি জেলা যুবদলের সহ-সভাপতি ও জেলা কাঠ ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ সবার প্রিয় মানুষ সোরাব হোসেনকে শেষ বিদায় জানাতে তার নামজের জানাজায় হাজার হাজার নেতাকর্মী ও মানুষের ঢল।
রবিবার(৩০মার্চ) রাত সাড়ে ৮টায় দীঘিনালা কেন্দ্রীয় পুরাতন হাইস্কুল মাঠে খাগড়াছড়ি জেলা যুবদলের সহ-সভাপতি ও জেলা কাঠ ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ সবার প্রিয় মানুষ সোরাব হোসেন এর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামের অংশ নেন কেন্দ্রীয় বিএনপি‘র কর্মসংস্থা বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সভাপতি ওয়াদুদ ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পিএনপি‘র হাজারও নেতাকর্মী এবং এলাকার হাজার হাজার মানুষ। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় মরহুমের নিজ বাড়ি জামতলী বাঙ্গালী সমাজের মসজিদে।
উল্লেখ্য গতশুক্রবার (২৮ মার্চ) বিকাল ৩টার সময় খাগড়াছড়ি দীঘিনালা সড়কের চার মাইল নামক স্থানে খাগড়াছড়ি জেলা সদর হতে আসা মোটরসাইকেলের সাথে দীঘিনালা থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জেলা যুবদলের সহ-সভাপতি সোরাব হোসেন মুখে এবং মাথায় আঘাত প্রাপ্ত হন। তিন দিন কুমায় থাকার পর মৃতুবরণ করেন।