সংবাদকর্মী ক্যহ্লাচিং মারমার পাশে পার্বত্য প্রেসক্লাব


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৬, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ন /
সংবাদকর্মী ক্যহ্লাচিং মারমার পাশে পার্বত্য প্রেসক্লাব

খাগড়াছড়ি প্রতিনিধি : শিক্ষানুরাগী সংবাদকর্মী ক্যহ্লাচিং মারমাকে পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য নগদ পাঁচ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছে খাগড়াছড়ি জেলার পেশাজীবী সাংবাদিকদের অন্যতম সংগঠন পার্বত্য প্রেসক্লাব। মঙ্গলবার দুপুরে কোর্ট মসজিদ মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অর্থ হস্তান্তর করেন পার্বত্য প্রেসক্লাবের সভাপতি মোঃ জুলহাস উদ্দিন।
পার্বত্য প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণ কাজ করে আসছে বলে উল্লেখ করেন জুলহাস উদ্দিন।

মিডিয়াকর্মী ক্যহ্লাচিং মারমা উচ্চ মাধ্যমিক পাসের পর ডিগ্রিতে ভর্তি হলেও অর্থাভাবের কারণে বন্ধ হতে যাচ্ছিল তার পড়ালেখা। পার্বত্য প্রেসক্লাবের এই সহযোগিতা তার শিক্ষা অর্জনের পথে আলোর দিশারী হিসেবে কাজ করবে বলে অনুভূতি ব্যক্ত করেছে ক্যহ্লাচিং।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক দেব প্রসাদ ত্রিপুরা, পার্বত্য প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ভূইয়া আসাদ প্রমুখ।