শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালেন পুনাক সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তুলি


admin প্রকাশের সময় : জানুয়ারি ৮, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন /
শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালেন পুনাক সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তুলি

জসীম উদ্দিন জয়নাল :”হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক, শীতের প্রতিটি রাত, উষ্ণতা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে”—এই স্লোগানে খাগড়াছড়িতে অসহায়, দুঃস্থ ও শীতার্তদের পাশে দাঁড়ালেন পুনাক সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তুলি।
৭ জানুয়ারি মঙ্গলবার রাতে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শহরের ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পুনাকের সাধারণ সম্পাদিকা জেসমিন আক্তার, বনিয়াতুল মুছাইয়াদা বনি, সদস্য সচিব হাবিবা আক্তার রাখি, পুলিশ পরিদর্শক (নিঃ) কামরুন্নাহার লাইলীসহ অন্যান্য নারী পুলিশ সদস্যরা।
পুনাক সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তুলি বলেন, “প্রকৃতির নিয়মে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তীব্র শৈত্যপ্রবাহ ও কনকনে হাওয়ায় অনেক অসহায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। তাদের কষ্ট লাঘব করতে পুনাকের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সমাজের আর্থিকভাবে স্বচ্ছল মানুষদেরও এই সময়ে অসহায়দের পাশে এগিয়ে আসা উচিত। পুনাকের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলায় যেখানেই শীতার্ত মানুষ পাওয়া যাবে, তাদের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”