মো : সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের অধীনস্থ ৪ ই বেংগল ব্যাটালিয়নের “দি বেবী টাইগার্স” অসহায় শিক্ষার্থী ও আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে সহায়তা প্রদান করেছে।
৮ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় দীঘিনালা সেনা জোনের সদর দপ্তরে এই সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি।
অনুদানের মধ্যে ছিল দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির তিনজন শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী এবং চারজন শিক্ষার্থীকে তাদের পড়াশোনার খরচ বাবদ নগদ অর্থ প্রদান। পাশাপাশি অস্বচ্ছল ও প্রতিবন্ধী ছয়জন ব্যক্তিকেও আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদী হাসান, পিএসসি, জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন কাজী আসিফ আহমেদ, সেনানিবাসের চিকিৎসক ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি এবং অনারারি লেফটেন্যান্ট (এসএম) আব্দুল মান্নান।
এই কার্যক্রম সেনাবাহিনীর সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে পরিচালিত হয়।
আপনার মতামত লিখুন :