শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষে মানিকছড়ি থানা পুলিশের সম্প্রীতি সভা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৪, ৭:২৯ অপরাহ্ন /
শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষে মানিকছড়ি থানা পুলিশের সম্প্রীতি সভা

মানিকছড়ি  প্রতিনিধি:-

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল’র নির্দেশনাক্রমে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পার্বত্য জেলার সাম্প্রদায়িক হামলার ঘটনাকে কেন্দ্র করে মানিকছড়িতে যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে বিশেষ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষে সম্প্রীতি সভা করেছে মানিকছড়ি থানা পুলিশ।

২২ সেপ্টেম্বর রোববার  দুপুর সাড়ে ১২টায় ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদে ও বিকেলে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় উক্ত সভা অনুুষ্ঠিত হয়।

মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন’র সভাপতিত্বে অনুুষ্ঠিত পৃথক পৃথক সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো.মীর হোসেন, ১নং মানিকছড়ি সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ।

সভায় বিভিন্ন এলাকার পাড়া কার্বারি, হেডম্যান, মৌজা প্রধান, ধর্মীয় প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় গুজবে কান না দিয়ে সকলকে শান্তিপ্রিয় ভাবে সহবস্থানের অনুরোধ জানান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান বক্তারা। তবে যদি কেউ সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার চেষ্টা চালায় তাকেও আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা। তাই সকলে মিলেমিশে মানিকছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করার অনুরোধ জানান।