রুমার প্রত্যন্ত এলাকায় সেনাবাহিনী কর্তৃক ক্রিড়া সামগ্রী বিতরণ।


admin প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন /
রুমার প্রত্যন্ত এলাকায় সেনাবাহিনী কর্তৃক ক্রিড়া সামগ্রী বিতরণ।

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চুক্তি বাস্তবায়নে সহযোগিতার অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের শান্তি-সম্প্রীতি বজায় রাখতে নিরাপত্তায় নিয়োজিত থাকার পাশাপাশি পাহাড়ে উন্নয়নমূলক কার্যক্রম ও জনহিতকর কার্যে অংশ নিচ্ছে, একইসাথে বিনোদনের জন্য স্থানীয় বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়গুলোর মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ করে আসছে।

 

অদ্য শুক্রবার (১ নভেম্বর ২০২৪) খ্রিস্টাব্দে সেনাবাহিনীর ৩৮-ই বেংগল কর্তৃক বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

এই উদ্যোগটি মূলত দেবতা পাহাড় ও খামতাংপাড়া এলাকার শিশু-কিশোরদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় শিশু-কিশোররা শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে প্রফুল্ল থাকবে বলে আশা করা হচ্ছে। সেনাবাহিনীর এই উদ্যোগটি স্থানীয় জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

এসময় দেবতা পাহাড় ক্যাম্পের ক্যাম্প কমান্ডার স্থানীয় শিশু-কিশোরদের মাঝে বিনোদন ও খেলাধুলার জন্য ক্রিড়া সামগ্রী তুলে দেন।

 

ক্রিড়া সামগ্রী পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেবতা পাহাড় ও খামতাংপাড়া এলাকার শিশু-কিশোররা। তারা এজন্য সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ জানান।