রামগড় অফিস:
যথাযথ মর্যাদায় খাগড়াছড়ির রামগড়ে নানা কর্মসুচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসুচীর সুচনা হয়।
বিজয়ের সূর্য উদয়ের সাথে সাথে বিজয় ভাস্কর্যে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। এছাড়া মুক্তিযোদ্ধা, রামগড় সার্কেল, রামগড় পৌরসভা, রামগড় থানা, রামগড় প্রেসক্লাব, রামগড় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন, বিভিন্ন দপ্তর, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসাধারণ শহীদদের স্মরণে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল এতিমখানায় বিশেষ খাবার পরিবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আপনার মতামত লিখুন :