রামগড়ে তারুণ্যের উৎসব উপলক্ষে র্যালি ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রামগড় অফিস:
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও প্রস্তুতি সভার মধ্যদিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ সূচনা কীা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বর্ণাঢ্য র্যালি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে রামগড় পৌরসভায় এসে প্রস্তুতি সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মমতা আফরিন এর সভাপতিত্বে সভায় অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবি এম মোজাম্মেল হক, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমির উদ্দীন, রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত লিখুন :