রামগড় অফিস:
প্রাচীন মহকুমা রামগড় এর মর্যাদা পুনরুদ্ধার ও উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাহাড়াঞ্চল কৃষি গবেষণাগারের রেস্ট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।
মতবিনিময় সভায় উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ সভায় রামগড় স্থলবন্দর চালু, রামগড় লেকের উন্নয়ন, স্কুল-কলেজ-মাদ্রাসার-মাদ্রাসার শিক্ষক সল্পতা দূরীকরণ, চিকিৎসা সেবার উন্নতি, রামগড় উপজেলার বিভিন্ন সড়ক উন্নয়ন, দূর্গম এলাকায় বিদ্যুৎ সরবরাহ, পুলিশ ফাঁড়ি স্থাপন সংক্রান্ত বিষয়গুলি তুলে ধরেন। বিশেষ করে রামগড় স্থলবন্দর চালুর ব্যাপারে উপস্থিত নেতৃবৃন্দ প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি ধৈর্য সহকারে সকলের বক্তব্য শোনেন এবং তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন এই অঞ্চলের মানুষের আয় বর্ধক উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, আম্রপালি আম বাগান গড়ে তোলা হয়েছে। বিভিন্ন নতুন নতুন সড়ক তৈরী হয়েছিল, আবাসিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছিল, স্কুল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু গত আওয়ামীলীগ সরকার সবকিছু ভেঙ্গেচুরে শেষ করে দিয়েছে। আজকের রামগড় স্থলবন্দর বিএনপি সরকারের উন্নয়নের ফসল। বিএনপি এর অনুমোদন দিয়েছিল। তিনি দল মতের উর্ধে উঠে সকলকে রামগড়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানান এবং নিজ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :