মানিকছড়ি, প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে ২৬ শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করেন নেতাকর্মীরা। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ সহযোগি অন্যান্য দলের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়।
পরে উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক মো. মীর হোসেনের নেতৃত্বে শোভাযাত্রায় শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয় উপজেলার সিনিয়র নেতৃবৃন্দরা।
এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মাস্টার মো. আবুল কাশেম ভূইয়া, যুগ্ম-সম্পাদক মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার, যুব নেতা মো. মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদল সভাপতি মো. শাহীনুর রহমান, কলেজ ছাত্রদল সভাপতি মো. রাকিব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের ফলে এদেশে মানুষ রাজনীতি করার সুযোগ পেয়েছে। যদিও নতুন প্রজন্মের অনেকের কাছে আজ তার দেশপ্রেম ও গণতন্ত্র সম্পর্কে এখনও অনেক কিছুই অজানা। তাই জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
আপনার মতামত লিখুন :