মানিকছড়ি প্রতিনিধি: ২০২১ সালে স্বেচ্ছাসেবী সংগঠন স্মার্ট মানিকছড়ির উদ্যোগে প্রতিষ্ঠিত হয় “স্মার্ট মানিকছড়ি পাবলিক লাইব্রেরি”। শুরুর দিকে কার্যক্রম সচল থাকলেও অল্প সময়ের মধ্যেই তা স্থবির হয়ে পড়ে। ফলে বই, সেলফ, চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র নষ্ট হতে শুরু করে।
সম্প্রতি খাগড়াছড়ি জেলা প্রশাসকের সহায়তা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে “উপজেলা প্রশাসন লাইব্রেরি” প্রতিষ্ঠা করা হয়েছে। এ উপলক্ষে স্মার্ট মানিকছড়ি পাবলিক লাইব্রেরির সংশ্লিষ্টরা তাদের সংগ্রহে থাকা ২০০টি বই, ৩টি বুকসেলফ, ১২টি চেয়ার, পানির ফিল্টার ও কার্পেট উপজেলা প্রশাসনের লাইব্রেরিতে হস্তান্তর করেন। তবে এ বিষয়টি অনেকের অজানা থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন মত ছড়িয়ে পড়ে এবং জনমনে বিভ্রান্তি দেখা দেয়।
এই পরিস্থিতিতে ১০ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া সাংবাদিক ও স্মার্ট লাইব্রেরির দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
সভায় ইউএনও জানান, জাতীয় গ্রন্থাগারের আওতায় পরিচালিত “পাবলিক লাইব্রেরি” প্রশাসনিকভাবে প্রতিষ্ঠা করা যায় না। তবে কেউ চাইলে স্মার্ট মানিকছড়ি পাবলিক লাইব্রেরির কার্যক্রম আবারও চালু করতে পারবেন এবং সেক্ষেত্রে হস্তান্তর করা মালামাল ফেরত দেওয়া হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
তিনি আরও জানান, নতুনভাবে প্রতিষ্ঠিত মানিকছড়ি উপজেলা প্রশাসন লাইব্রেরি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শিক্ষার্থীদের সদস্যপদ গ্রহণে ইতোমধ্যেই স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং অনেকে সদস্য ফরম পূরণ করেছেন। ভবিষ্যতে ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে আলাদা লাইব্রেরি প্রতিষ্ঠার ক্ষেত্রেও প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :