প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় রবি টাওয়ার মেরামতে যাওয়া দুই টেকনিশিয়ানকে সশস্ত্র দুর্বৃত্তরা অপহরণ করেছে। এর ফলে তিন মাস পার হলেও খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় রবি মোবাইল সেবা পুনরায় চালু করা সম্ভব হয়নি।
১৯ এপ্রিল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, ময়ুরখীল এলাকায় ক্ষতিগ্রস্ত রবি টাওয়ার মেরামতের কাজে আসা দুই টেকনিশিয়ানকে মোটরসাইকেলে করে আসা সশস্ত্র ব্যক্তিরা জোরপূর্বক তুলে নিয়ে যায়।
এর আগে, ২২ জানুয়ারি ভোরে দীঘিনালা, মানিকছড়ি ও মাটিরাঙা উপজেলার মোট ৮টি রবি টাওয়ারে একযোগে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। এখন পর্যন্ত এসব হামলার জন্য কাউকে সনাক্ত করা যায়নি।
রবি সংশ্লিষ্ট সূত্র এবং স্থানীয়দের ভাষ্যমতে, পাহাড়ি এলাকায় অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সশস্ত্র গোষ্ঠীর কাছে চাঁদা দিতে হয়। এ ঘটনার পেছনেও চাঁদা সংক্রান্ত বিরোধ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
শনিবারের অপহরণের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টেকনিশিয়ানদের সশস্ত্রভাবে তুলে নেওয়ার ঘটনা সড়কপথে অনেকেই দেখে থাকলেও কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
ঘটনার পর এখনও অপহৃত টেকনিশিয়ানদের কোনো খোঁজ পাওয়া যায়নি। অপরদিকে, দীর্ঘ সময় ধরে রবি টাওয়ার বন্ধ থাকায় ওইসব এলাকার মোবাইল গ্রাহকরা চরম ভোগান্তিতে রয়েছেন।
আপনার মতামত লিখুন :