মানিকছড়ি, প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়িতে দুবাই প্রবাসী মো. ইসমাইল হোসেন ও তার পিতা শফিকুল ইসলামের পরিবারবর্গের আয়োজনে বিশাল গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বাদ আছর মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম।
বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কবিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন কিশোর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহীন ও উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আহমদুল হক।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ হাজারো রোজাদার এতে অংশ নেন।
আপনার মতামত লিখুন :