মানিকছড়ি সংবাদদাতা: শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে “নৈতিকতার আলো” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সদরের গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুলের হল কক্ষে সামাজিক ও মানবিক সংগঠন ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দিন এবং সভাপতিত্ব করেন স্কুলের পরিচালক মো. লুৎফুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক মাওলানা মুহাম্মদ আম্মারুল হক। সেমিনারে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি মুফতি আকরাম হোসেন ও স্কুলের অধ্যক্ষ মমতাজ উদ্দিন। বক্তারা বলেন, নৈতিক মূল্যবোধ ও উন্নত চরিত্র মানুষের পথপ্রদর্শক। একটি সৎ ও আলোকিত সমাজ গঠনে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি। নৈতিক শিক্ষার অভাবে দেশ ও জাতি এগিয়ে যেতে পারে না।
আলোচনা শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে নৈতিক শিক্ষা বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :