মানিকছড়িতে দিনব্যাপী অভিযানে ৬৫ হাজার ২৪০ ঘনফুট অবৈধ বালু জব্দ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১১:১৯ অপরাহ্ন /
মানিকছড়িতে দিনব্যাপী অভিযানে ৬৫ হাজার ২৪০ ঘনফুট অবৈধ বালু জব্দ

মানিকছড়ি, প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমানে অবৈধ বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাফকাত আলী।

প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার তিনট্যহরী ও যোগ্যাছোলা ইউনিয়নের আসাদতলী, পাহাড়ী পাড়া, চেংগুছড়া, বটতল, পূর্ব চেংগুছড়া, চৌধুরী পাড়া এলাকার পাঁচটি অবৈধ পয়েন্ট থেকে ৬৫ হাজার ২৪০ ঘনফুট বালু জব্দ করা হয়। এছাড়াও উপজেলার তিনটহরী নামার পাড়া এলাকা থেকে ৬৩০ ঘনফুট বালুসহ একটি ট্রাক (চট্রমেট্রো -১১৮৭৮৩) জব্দ করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জব্দকৃত বালু নিলামের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাফকাত আলী।