মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, ভাংচুর, হামলাসহ বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ির মানিকছড়িতে জরুরী সম্প্রীতি সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও তাহমিনা আফরোজ ভুঁইয়া’র সভাপতিত্বে অনুুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, ১নং মানিকছড়ি সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোকতাদের হোসেন, মারমা ঐক্য পরিষদের সভাপতি আপ্রুছি মগ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উপজেলা সভাপতি মো. সাহাব উদ্দিন, কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যয়জরী মারমা, ত্রিপুরা কল্যাণ সংসদের উপজেলা সভাপতি শিমোন ত্রিপুরা, জামায়াতের প্রতিনিধি মো. জাকির হোসেন শান্ত, বাজার ব্যবসায়ী দীপন কর্মকার, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা বাবুল দেওয়ানজী, বাংলাদেশ মারমা কল্যাণ সমিতির সভাপতি মংসাথোয়াই মারমা, সহ-সভাপতি মংশেপ্রু চৌধুরী প্রমুখ।
কোনো ধরণের গুজবে কান না দিয়ে সকলে মিলে মানিকছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়ে সম্প্রীতি সভায় বক্তারা বলেন, উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে তা দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের সহযোগিতায় সেটি সমাধানের চেষ্টা করতে হবে। সেই সাথে কেউ যদি সম্প্রীতি নষ্টের চেষ্টা করে তাকেও আইনের আওতায় আনারও দাবি জানান বক্তারা। তাছাড়া কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা না করেন সেজন্য সকলের প্রতি অনুরোধ জানান বক্তারা।
উক্ত সভায় উপজেলার প্রতিটি ওয়ার্ডে একটি বিশেষ সম্প্রীতি কমিটি ঘটনের সিদ্ধান্ত গৃহিত হয়।
আপনার মতামত লিখুন :