মানিকছড়িতে আরএফআই এবং জলবায়ু বিচার বিষয়ে সচেতনতামূলক সভা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ন /
মানিকছড়িতে আরএফআই এবং জলবায়ু বিচার বিষয়ে সচেতনতামূলক সভা

 

মানিকছড়ি সংবাদদাতা:- বেসরকারি তৃণমূল উন্নয়ন সংস্থা’র অধীনে বাস্তবায়নাধীণ ‘তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়িতে আরএফআই এবং জলবায়ু বিচার বিষয়ে উপজেলা পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, কৃষি অফিসার জাহির রায়হান, প্রকল্প সমন্বয়কারী মিনুচিং মারমা, উপজেলা প্রকল্প অফিসার সুকীরণ চাকমাসহ অন্যান্যরা অংশ নেয়। সভায় বর্তমান প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের নানা সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি এ সমস্যা সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।