মানিকছড়ি সংবাদদাতা:- খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. আব্দুল হাই (৩৪) নামের একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং মো. মনির হোসেন ভূঁইয়া (৪৩) নামের এক ইউপি সদস্যের নিকট থেকে ৮০ হাজার টাকা অর্থদন্ড আদায় করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। ৫ নভেম্বর রবিবার দুপুরে উপজেলার মুসলিম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা প্রশাসনে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।
এ সময় তিনি জানান, প্রশাসনকে ফাঁকি দিয়ে রাতের আধারে মানিকছড়ি উপজেলা সদরের মুসলিম পাড়া এলাকায় অবৈধভাবে ভাবে পাহাড় কেটে সাবার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে সত্যতা পেয়ে পাহাড় কাটার সাথে জড়িত মুসলিমপাড়া এলাকার মো. আব্দুল হাই নামের এক যুবককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারায় অপরাধে শাস্তির আওতায় ১৫(৪) ধারায় দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে এবং একই অপরাধে মো. মনির হোসেন ভূঁইয়া নামের আরেক জনের কাছ থেকে ৮০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। এ সময় প্রশাসনের এমন অভিযান আগামীতেও অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :