মাদক চোরাচালান চাদাবাজি কঠোরভাবে দমন করা হবে – লে: কর্ণেল সৈয়দ ইমাম হোসেন


admin প্রকাশের সময় : জুলাই ১, ২০২৪, ১২:২৯ অপরাহ্ন /
মাদক চোরাচালান চাদাবাজি কঠোরভাবে দমন করা হবে – লে: কর্ণেল সৈয়দ ইমাম হোসেন

মাদক চোরাচালান চাদাবাজি কঠোরভাবে দমন করা হবে – লে: কর্ণেল সৈয়দ ইমাম হোসেন

রামগড় অফিস:
রামগড় জোনের নিরাপত্তার স্বার্থে মাদক, চোরাচালান, চাদাবাজি কঠোরভাবে দমন করা হবে। খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভায় কথাগুলি ব্যক্ত করেন জোন কমান্ডার লে.কর্নেল সৈয়দ ইমাম হোসেন।
তিনি আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখতে সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করারও আহ্বান জানান।
রবিবার (৩০ জুন ) সকাল ১০ টায় রামগড় ৪৩ বিজিবির বাস্কেটবল মাঠে সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।  জোন অধিনায়ক লে.কর্নেল সৈয়দ ইমাম হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ব্যাক্তিবর্গ মাদক, চোরাচালান, আঞ্চলিক সশস্ত্র উপজাতিয় সংগঠনের নামে চাদাবাজি, চোরাই কাঠ ও অবৈধ মালামাল পরিবহন, বখাটেদের দৌরাত্ম, ইভটিজিং, সড়ক দুর্ঘটনা, যানবাহনে ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন বিষয়ে সভায় মতবিনিময় করেন।
সভায় রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, রামগড় পৌরসভার মেয়র মো: রফিকুল আলম কামাল, ৪৩ বিজিবির ক্যাপ্টেন ডাঃ নুর হোসাইন , সহকারী পরিচালক রাজু আহম্মেদ, রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন, সাধারন সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী মোঃ নুরুল আলম আলমগীর, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোবারক হোসেন বাদশা সহ বিজিবির পদস্থ কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।