মাটিরাঙ্গায় মহান শহিদ দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২২, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন /
মাটিরাঙ্গায় মহান শহিদ দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জসীম উদ্দিন জয়নাল : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক সংগঠন, মাটিরাঙ্গা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

রাত ১২টা ১ মিনিটে শহিদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তফিকুল ইসলাম তৌফিক, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান, সাধারণ সম্পাদক মো. বদিউল আলম বদি, পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধি।

শ্রদ্ধা নিবেদনের সময় শহিদ মিনারে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

এ ছাড়া মহান শহিদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো দিনব্যাপী আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।