মাটিরাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা


admin প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৪, ৯:০১ অপরাহ্ন /
মাটিরাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

 

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় পরিবেশ সংরক্ষণ এবং ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৯টি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৫ নভেম্বর সোমবার বিকেলে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম।

পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত) ২০১০ এর ৬(ক) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা অনুযায়ী:-আলী স্টোর, মেসার্স বণিক স্টোর, সিরাজ স্টোর, আল মদিনা স্টোর ও মিজান স্টোর প্রতিটি প্রতিষ্ঠানকে ১,০০০ টাকা করে ৬,০০০ টাকা এবং ফারুক হোটেলকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মাহী হোটেল ও হাজী হোটেল প্রতিটি প্রতিষ্ঠানকে ৩,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয় । অভিযানে মোট জরিমানা আদায় হয়েছে ১২,৫০০ টাকা।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, “মূল্য তালিকা প্রদর্শন এবং পলিথিন ব্যবহার নিরুৎসাহিত করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে। পরিবেশ রক্ষা এবং ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।”
এ ধরনের অভিযান পরিবেশ সুরক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় জনগণ এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।