মাটিরাঙ্গায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন


admin প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ন /
মাটিরাঙ্গায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন

 

প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৭টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
২৫ নভেম্বর, সোমবার সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রশিক্ষণের উদ্বোধন হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কোর্সের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোকাল পার্সন ও উপ-সচিব এম এম ইমরুল কায়েস এবং স্থানীয় সরকার, খাগড়াছড়ির উপ-পরিচালক (উপ-সচিব) নাজমুন আরা সুলতানা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা প্রকৌশলী শাহজাহান, এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন পাটোয়ারী প্রমূখ।
প্রশিক্ষণ কার্যক্রম :-
উপজেলার ৭টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ এই মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কার্যক্রমের লক্ষ্য গ্রাম পুলিশের দক্ষতা উন্নয়ন এবং তাদের কার্যক্রম আধুনিকায়ন করা।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আব্দুল কাইয়ুম তার বক্তব্যে বলেন, “প্রশিক্ষণ একজন মানুষের দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামের প্রতিটি বাড়ি যাদের চেনা, তারা হলেন গ্রাম পুলিশ। এই বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অনেক ক্ষেত্রেই দায়িত্ব পালনে তারা দ্বিধাগ্রস্ত হন। বর্তমান সরকার গ্রাম পুলিশ বাহিনীকে আধুনিক ও চৌকস করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট গ্রাম পুলিশ বাহিনীর কোনো বিকল্প নেই। এই মাসব্যাপী প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে প্রয়োগ করতে হবে।”
প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের দায়িত্ব পালনে আত্মবিশ্বাসী করে তোলাই এই কর্মসূচির উদ্দেশ্য। উন্নত ও কার্যকর গ্রাম পুলিশ বাহিনী স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানের বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।