প্রতিনিধি: দেশবিরোধী কর্মকাণ্ড, জাতীয় পতাকা অবমাননা, অপপ্রচার, আইনজীবি হত্যা, এবং ভারতে বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাস ও বৈষম্যবিরোধী আন্দোলন এবং শান্তিপ্রিয় সাধারণ জনতার উদ্যোগে আয়োজিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কাজীপাড়া জামে মসজিদের ইমাম মুফতি আলমগীর হাবিব এবং মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা হারুন অর রশিদ। বক্তারা সম্প্রতি চট্টগ্রাম আদালতে ইসকনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং ইসকনকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেন। তারা দাবি করেন, পার্বত্য অঞ্চলে বিভিন্ন সময়ে সংঘটিত ব্যাংক ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে ইসকনের সংশ্লিষ্টতা রয়েছে।
বক্তারা উল্লেখ করেন যে বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে এবং বাংলাদেশেও একই পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলা সেক্রেটারি মো. আব্দুল জলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাটিরাঙ্গা উপজেলা সভাপতি মো. নুরুল ইসলাম, হেফাজতে ইসলাম মাটিরাঙ্গা প্রতিনিধি মাওলানা মো. আক্তারুজ্জামান ফারুকী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. বাদশা মিয়া, এবং পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নুরুল আমিন নুরু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রকি এবং অন্যান্য রাজনৈতিক ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হারুন অর রশিদ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত সাধারণ জনগণ ইসকনের কার্যকলাপ বন্ধে দ্রুত সরকারি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :