মহালছড়ি উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মুবাছড়ি ইউনিয়ন


admin প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৫, ৮:২২ অপরাহ্ন /
মহালছড়ি উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মুবাছড়ি ইউনিয়ন

মোঃ ছানোয়ার হোসেন : খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত “উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে” শিরোপা জিতেছে মুবাছড়ি ইউনিয়ন ফুটবল একাদশ। ২৯ আগস্ট শুক্রবার বিকেল ৩টায় মহালছড়ি মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৭০ মিনিটের খেলায় মহালছড়ি সদর ইউনিয়ন ও মুবাছড়ি ইউনিয়ন ২-২ গোলে ড্র করে। অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে ৪-৩ গোলে সদর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুবাছড়ি ইউনিয়ন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আবু রায়হান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোঃ জামাল উদ্দিন ও খালেদ মাসুদ সাগরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। টুর্নামেন্টে মহালছড়ি উপজেলার মোট চার ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করে। knock-out ভিত্তিক এ প্রতিযোগিতার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক। এর সার্বিক ব্যবস্থাপনায় ছিল মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা।